কবি হেলাল হাফিজ হাসপাতালে

কবি হেলাল হাফিজ হাসপাতালে

কবি হেলাল হাফিজ জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২১ মে) রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন তিনি।

ল্যাবএইড হাসপাতালের কমিউনিকেশন বিভাগের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার সাইফুর রহমান লেলিন গণমাধ্যমকে বলেন, ‘কবি হেলাল হাফিজ সাহেব মঙ্গলবার রাত ১১টায় ভর্তি হয়েছেন। উনার জ্বর ছিল, খাবারেও নাকি অনীহা ছিল। দুদিন ধরে খেতে পারছিলেন না। আর শরীর দুর্বল ছিল। উনার শাসকষ্টগত সমস্যাও আছে।’ শ্বাসকষ্ট সমস্যার জন্য বক্ষব্যাধির একজন বিশেষজ্ঞ তাকে দেখবেন বলে জানান তিনি।

সাইফুর রহমান বলেন, ‘আজ বুধবার কবি হেলাল হাফিজের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। উনাকে আপাতত স্যালাইন দেওয়া হয়েছে। আশা করি ধীরে ধীরে উন্নতি হবে।’
কবি হেলাল হাফিজ মেডিসিন বিভাগের প্রফেসর মনজুর উল রহমান গালিবের তত্ত্বাবধানে আছেন।

এমআই