সাহিত্যে নোবেল পেলেন কবি লুইজ গ্লাক

সাহিত্যে নোবেল পেলেন কবি লুইজ গ্লাক

সাহিত্যে ২০২০ সালের নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের কবি লুইজ গ্লাক। বৃহস্পতিবার নোবেলের জন্য তার নাম ঘোষণা করেছে রয়েল সুইডিশ অ্যাকাডেমি। ১৬তম নারী হিসেবে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন।

নোবেল কমিটি গ্লাককে এবারের পুরস্কার দেওয়ার কারণ হিসেবে বিবৃতিতে বলেছে, গ্লাকের ‘সহজবোধ্য কবিকণ্ঠ যেটি নিরাভরণ সৌন্দর্যের সঙ্গে ব্যক্তির অস্তিত্বকে সর্বজনীন করে তোলে।

১৯৬৮ সালে‘ফার্স্টবর্ন’ কাব্যগ্রন্থের মাধ্যমে সাহিত্য জগতে উদয়ন হন লুইজ গ্লাক। এরপর দ্রুত তিনি আমেরিকান সমকালীন সাহিত্যজগতে শীর্ষস্থানীয় কবিদের মধ্যে আসন করে নেন তিনি।

১৯৯৩ সালে পুলিৎজার পুরস্কার এবং ২০১৪ সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পেয়েছিলেন গ্লাক।

২০১৯ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন অস্ট্রিয়ার লেখক পিটার হান্ড। আর ২০১৮ সালে পেয়েছিলেন, পোল্যান্ডের লেখক ওলগা তোকার্তুক।

এর আগে সোমবার চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়ার মাধ্যমে এ বছরের প্রথম বিজয়ীর নাম ঘোষণা করা হয়।