জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন নাজিয়া ও জালাল

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন নাজিয়া ও জালাল

ঢাকা, ২৮ জুন (জাস্ট নিউজ) : কর্মক্ষেত্রে নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ জাতীয় শুদ্ধাচার পুরস্কার-২০১৮ পেয়েছেন ২ জন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি মিলনায়তনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের অংশগ্রহণে জাতীয় শুদ্ধাচার পুরস্কার-২০১৮ প্রদান ও সচেতনা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

জাতীয় শুদ্ধাচার নীতিমালা-২০১৭ অনুসরণ করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাদের মধ্য থেকে নাজিয়া ইসলাম (উপসচিব) এবং কর্মচারিদের মধ্যে মুহম্মদ জালাল উদ্দিনকে এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের মান হিসেবে ক্রেস্ট, সদনপত্র ও ১ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থের চেক প্রদান করা হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও অনুবিভাগ প্রধান (সমন্বয় ও নরডিক) বেগম সুলতানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আযম এবং সঞ্চালনায় ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম।

কর্মশালায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে শুদ্ধাচার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শুদ্ধাচার চর্চার মাধ্যমে সকলকে উদ্বুদ্ধ করা হয়।

(জাস্ট নিউজ/এমআই/১৬০০ঘ.)