মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ

লন্ডনে শেখ হাসিনার যাত্রা বিরতিকালে ব্যাপক বিক্ষোভ

লন্ডনে শেখ হাসিনার যাত্রা বিরতিকালে ব্যাপক বিক্ষোভ

লন্ডন, ১৫ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : ব্যাপক বিক্ষোভের মুখে বুধবার বিকালে এক সংক্ষিপ্ত সফরে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরকে ঘিরে যুক্তরাজ্য বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

নির্ধারিত হোটেলের সামনে বার্কিংহামশায়ারস্থ স্টোক পার্কে বুধবার বিএনপির সহস্রাধিক নেতাকর্মী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে।

আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মী একই স্থানে জড়ো হয়ে সরকারের পক্ষে স্লোগান দিতে থাকলে এসময় উত্তেজনা দেখা দেয়। তবে পুলিশের ব্যাপক উপস্থিতি ও হস্তক্ষেপের কারণে কোনো অপ্রিতিকর ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভ সম্প্রচারের মাধ্যমে প্রতিবাদ মুখর লন্ডনের চিত্র দেখা গেছে। এসময় বর্তমান সরকার বিরোধী নানা শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা।

আওয়ামী লীগের পক্ষে নেতাকর্মীর উপস্থিতি কম থাকার কারণে বিক্ষোভ চলাকালীন হোটেলের আশপাশ ছিলো বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণে।

বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, সহ প্রবাসী কল্যাণ সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, সহ সভাপতি আবুল কালাম আজাদ, আখতার হোসেন, মুজিবুর রহমান মুজিব, সাবেক ছাত্রনেতা পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মামুন, কামাল উদ্দিন, তাজ উদ্দিন, নাসিম আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু, নাসির আহমদ শাহীন, আবুল হোসেন, অজ্ঞনা আলম, জাহানারা আখতার শিমলা, এম এ সালাম, ইকবাল আহমেদ, হেভেন খান, দেওয়ান নিয়াজ, রহিম উদ্দিন, সোয়ালিহিন করিম চৌধুরী, আফজল হোসেন, জুল আফরোজ, নুরুল আলী রিপন, জাহাঙ্গীর আহমদ শিমু, জিয়াউর রহমান, জাহেদ আহমদ তালুকদার, আজিম উদ্দিন, সিদ্দিকুর রহমানসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, মহিলাদল, জাসাস, আইনজীবি ফোরাম অঙ্গসহযোগি সংগঠনের হাজার হাজার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বুধবার স্থানীয় সময় বিকাল ৩.৪৮ মিনিটে বিমানের একটি ফ্লাইটে কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পথে লন্ডনে ২২ ঘণ্টা যাত্রাবিরতিতে হিথ্রো বিমান বন্দরে অবতরণ করেন শেখ হাসিনা।

(জাস্ট নিউজ/প্রতিনিধি/একে/০৫১০ঘ.)