লন্ডনে তারেক রহমানের উপস্থিতিতে জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী পালন

লন্ডনে তারেক রহমানের উপস্থিতিতে জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী পালন

যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদাত বার্ষিকী উদযাপিত হয়েছে।

৩০মে বৃহস্পতিবার বাদ আছর পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডে যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে এ উপলক্ষ্যে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শাহাদাত বার্ষিকীর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দোয়াপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া চান। এছাড়া তিনি বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ‘মাদার অফ ডেমোক্রেসি’ বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থ্যতা ও নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দেশ বাসীর নিকট দোয়া চান।

যে বহুদলীয় গনতন্ত্রকে শহীদ জিয়া প্রতিষ্ঠিত করেছিলেন সেই গণতন্ত্রকে আওয়ামী ফ্যাসিবাদের কবল থেকে পুনরুদ্ধার করতে গিয়ে বিগত প্রায় একযুগ ধরে যে সকল নেতা-কর্মী শহীদ হয়েছে তিনি তাদের সকলের রূহের মাগফেরাত কামনাসহ লক্ষ লক্ষ নির্যাতিত-নিপীড়িত, কারাবন্দী, পঙ্গুত্ব বরণ ও গুমের শিকার হওয়া নেতা-কর্মীর জন্যও দেশবাসীর নিকট দোয়া চান।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত মিলাদ মাহফিলে যুক্তরাজ্য বিএনপি, জোনাল কমিটি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল কুদ্দুছ ও হাফিজ মাওলানা আবুল খয়ের। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও শহীদ আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের সুস্থ্যতা কামনা করেন নেতা-কর্মীরা।

বাদ আছর অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ব্রিকলেইন মসজিদে মুসল্লিদের মধ্যে ইফতারি পরিবেশন করা হয়। ইফতারে যুক্তরাজ্য বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী শরিক হন।

মিলাদ ও দোয়া মাহফিল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শফি আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রাব্বানী সোহেল, তাজুল ইসলাম, সাবেক উপদেষ্টা সলিসিটর একরামুল হক মজুমদার, জাবি ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মলি­ক, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, কামাল উদ্দিন, নাসিম আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য যুবদলের সাবেক আহ্বায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, বিএনপি নেতা আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সদস্য এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল, মিসবাহুজ্জামান সোহেল, লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা, যুক্তরাজ্য বিএনপির সহসাধারণ সম্পাদক আজমল চৌধুরী জাবেদ, সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, খসরুজ্জামান খসরু, যুবদলের সভাপতি রহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, জাসাসের সভাপতি এমাদুর রহমান এমাদ, যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি, যুক্তরাজ্য বিএনপির সাবেক কোষাদক্ষ আব্দুস ছাত্তার, বিএনপিনেতা গুলজার আহমেদ, আসাদুজ্জামান আহমেদ, বিএনপিনেতা আমিনুর রহমান আকরাম, যুক্তরাজ্য জাসাসের সাবেক সভাপতি এম এ সালাম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসিত বাদশা, জাসাসের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা শামিম আহমেদ, কেন্দ্রীয় ছাত্র দলের সহ-সভাপতি শফিকুল ইসলাম রিবলু, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, সাবেক সহ যুব বিষয়ক সম্পাদক খিজির আহমেদ, সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সরফরাজ আহমেদ সরফু, এম তওকির শাহ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মিসবাহ বি এস চৌধুরী, আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবুল হাসনাত, ইস্ট লন্ডন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বাদল, লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির সভাপতি এম সেলিম, সাসেক্স বিএনপির সভাপতি মোঃ তুফাজ্জুল হোসাইন, লন্ডন মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুর রব, সহ-সাধারণ সস্পাদক তুহিন মোল­া, সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ, আরিফুল হক, কোষাধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, দফতর সম্পাদক নজরুল ইসলাম মাসুক, প্রচার সম্পাদক মো: মঈনুল ইসলাম, সহ আইন বিষয়ক সস্পাদক মোঃ শাহনেওয়াজ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ রবিউল আলম, সহ-তথ্য বিষয়ক সম্পাদক শাকিল আহমদ, ক্রীড়া সম্পাদক সৈয়দ আতাউর রহমান, সহ-প্রশিক্ষন বিষয়ক সম্পাদক জামাল হোসেন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মোঃ দোলেয়ার হোসেন, বাণিজ্য বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম, আফতাব আলী, রাজ মাসুদ ফরহাদ, নুরুল ইসলাম মধু মিয়া, পিনাক রহমান, কাজী মুনীর হাসান, ইস্ট লন্ডন বিএনপির যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন রুবেল, সহ-সাধারণ সম্পাদক একলিমুর রাজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর এ আলম সোহেল, যুবদলের সহ-সভাপতি দেওয়ান আব্দুল বাছিত, আক্তার হোসেন শাহিন, মুহিবুর রহমান মাখন, যুগ্ম সম্পাদক বাবর চৌধুরী, সিনিয়র সদস্য মোঃ লায়েক মোস্তাফা, যুগ্ম সম্পাদক সুয়েদুল হাসান, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, সহ-দপ্তর সম্পাদক কাজী তাজ উদ্দিন আহমেদ, জাসাসের সহসাধারন সম্পাদক মোঃ আরিফ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শরিফুল ইসলাম, মোঃ মহিন উদ্দিন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, মোহাম্মদ মনিরুজ্জামান জনি, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, শেখ সাদেক আহমেদ, সাংবাদিক আহসানুল আম্বিয়া শোভন, আব্দুস সামাদ, মো: ফয়েজ উল­াহ, ছাত্রনেতা সাইফুল ইসলাম মিরাজ, হুমায়ূন কবির, মাহবুবুর রহমান, এ কে এম নাসের উদ্দিন, মনির আহমেদ প্রমুখ।

এমজে/