ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস

সম্মাননা পেলেন সেরা কারিশিল্পীরা

সম্মাননা পেলেন সেরা কারিশিল্পীরা

লন্ডন, ৩ ডিসেম্বর (জাস্ট নিউজ) : অসাধারণ পারফরম্যান্স, মন মাতানো বিনোদন, বিজয়ীদের উচ্ছ্বাস আর কারিশিল্পের সংকট নিরসনে জোরালো দাবি জানিয়ে শেষ হল ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস-২০১৭।

সম্প্রতি অনুষ্ঠিত কারি অ্যাওয়ার্ডসে ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে সশরীরে আসতে পারেননি। তবে চমক হিসেবে হাজির হয়েছিলেন ভিডিওবার্তায়।

তিনি বলেছেন, ব্রিটেনে কারি রেস্টুরেন্টগুলোর জনপ্রিয়তা এখন আর বিস্মিত হওয়ার মতো কোনো ঘটনা নয়। আজ যারা বিজয়ী, তারা নিঃসন্দেহে ব্রিটেনের সেরা।

তেরেসা মে বিজয়ী রেস্টুরেন্ট উদ্যোক্তাদের অভিনন্দন জানান।

ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা এনাম আলী এমবিই তার বক্তব্যে বলেন, বাংলাদেশ উন্নয়নের জন্য একটি অসাধারণ জায়গা।

এ উৎসবে নানা বিভাগে বিজয়ী গোটা ব্রিটেনের সেরা কারি রেস্টুরেন্টগুলোর উদ্যোক্তাদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। কারিশিল্পের নিবেদিত প্রাণ মানুষদের সম্মাননা জানানোর পাশাপাশি ছিল রোহিঙ্গা শরণার্থীদের ওপরে তৈরি ভিডিওচিত্রের প্রদর্শনীও।

পশ্চিমা ঘরানার উচ্চমানের পরিবেশনা তো ছিলই, সঙ্গে ছিল কন্ঠশিল্পী সাঈদা তানির গাওয়া বাউলসম্রাট আবদুল করিমের গান।

জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯০০ঘ.)