বিএনপি নেতা আসাদুজ্জামানসহ ২৩ নেতা-কর্মীর নামে ষড়যন্ত্রমূলক মামলার ঘটনায় যুক্তরাজ্য বিএনপি’র নিন্দা

বিএনপি নেতা আসাদুজ্জামানসহ ২৩ নেতা-কর্মীর নামে ষড়যন্ত্রমূলক মামলার ঘটনায় যুক্তরাজ্য বিএনপি’র নিন্দা

যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠনের ২৩ নেতা-কর্মীসহ আরো অজ্ঞাত নামা ২৫০-৩০০ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি।

সোমবার এক বিবৃতিতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, জনসমর্থনহীন নিশিরাতের সরকার জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষমতা হারানোর ভয়ে বিএনপির নেতা-কর্মীদের উপর সারা দেশব্যাপী গুম, খুন, মিথ্যা মামলা, অত্যাচার-নির্যাতন অব্যাহত রেখছে। এমনকি বিএনপির প্রবাসী নেতা-কর্মীগণও প্রতিনিয়ত ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন।

বিবৃতিতে নেতৃদয় বলেন, সরকার দেশের প্রতিটি সেক্টরে সীমাহীন দুর্নীতি ও লুঠপাটের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে দেশ বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। বৈশ্বিক মহামারী কোভিড ১৯ এর মধ্যেও ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দুর্নীতির মাত্রা একটুও কমে নাই। দুর্নীতি ও লুটপাট থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে আসাদুজ্জামানসহ সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে। জনবিচ্ছিন্ন এই তাবেদার সরকার মিথ্যা মামলা ও ভয়ভীতি দেখিয়ে জিয়ার সূর্য সৈনিকদের অগ্রযাত্রাকে দমিয়ে রাখতে পারবে না।

বিবৃতিতে নেতৃদয় অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও নেতা-কর্মীদের হয়রানী বন্ধ করার জোর দাবি জানান।

উল্লেখ্য, গত শুক্রবার বালাগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি (নং-১/৪০ দায়ের করেন বালাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের নেতা ও ৬নং পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শায়েস্থা মিয়া।