যুক্তরাজ্যের মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর উদযাপন

যুক্তরাজ্যের মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর উদযাপন

ঢাকা, ২০ জুন (জাস্ট নিউজ) : যথাযথ মর্যাদায় যুক্তরাজ্যের মুসলমানরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে। দেশটিতে অবস্থানরত অন্যান্য দেশের প্রবাসী মুসলমানরা এই ঈদ উৎসবে শরিক হন।

উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার ইংল্যান্ডে ঈদ পালিত হয়েছে। স্থানীয় সময় সকাল ১০ টায় রাজধানী লন্ডনের দি মেমোরিয়াল গ্রাউন্ড, উড লেন, আাইজলওয়ারথ এর ঈদ পার্কে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদুল ফিতরের জামাতে শরিক হতে প্রবাসীরা ছুটে আসেন সকাল সকাল। ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেন জনপ্রিয় টিভি উপস্থাপক শায়খ আবু সাঈদ আনসারী।

নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের পর মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন। এ সময় মুসল্লিরা তাদের শিশুদেরও নিয়ে আসেন ঈদ জামাতে। শিশুরাও পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ঈদ সেলফিতে মেতে উঠেন।

(জাস্ট নিউজ/এমআই/১৫০৫ঘ.)