সিলেটে নিরাপত্তা চেয়ে ৫৬ সাংবা‌দিকের জি‌ডি

সিলেটে নিরাপত্তা চেয়ে ৫৬ সাংবা‌দিকের জি‌ডি

সি‌লে‌টে কর্মরত বেসরকা‌রি টে‌লি‌ভিশ‌নের ৫৬ জন সাংবা‌দিক নিরাপত্তা চে‌য়ে থানায় সাধারণ ডা‌য়ে‌রি (জিডি) ক‌রে‌ছেন।

রবিবার দুপুর ১টার দি‌কে সি‌লেট ই‌লেকট্র‌নিক মি‌ডিয়া জার্না‌লিস্ট অ্যাসোসি‌য়েশ‌নের (ইমজা) সদস্যরা জি‌ডি কর‌তে কো‌তোয়া‌লি থানায় যান।

প্রথ‌মে পু‌লিশ জি‌ডি নি‌তে অস্বীকৃ‌তি জানা‌লেও প‌রে তা গ্রহণ ক‌রে ব‌লে জানান ইমজার সভাপ‌তি বাপ্পা ঘোষ চৌধুরী।

কো‌তোয়া‌লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সে‌লিম মিয়া জা‌নি‌য়ে‌ছেন, নিরাপত্তা চে‌য়ে সাংবা‌দিকরা জি‌ডি ক‌রে‌ছেন।

গত বৃহস্প‌তিবার রা‌তে নগরীর মীরবক্সটুলার বেসরকা‌রি এক‌টি হাসপাতাল থে‌কে ইমজার সা‌বেক সভাপ‌তি মইনুল হক বুলবুলকে সাদা পোশা‌কের লোকজন তু‌লে নেয়। পর‌দিন সকা‌লে তা‌কে কানাইঘাট থানার এক মামলায় গ্রেফতার দেখায় পু‌লিশ।

ইমজা নেতৃবৃন্দ তাৎক্ষ‌ণিকভা‌বে জেলা ও মহানগর পু‌লি‌শের উর্ধ্বতন কর্মকর্তা‌দের স‌ঙ্গে যোগা‌যোগ কর‌লেও কেউ প্রথ‌মে বুলবুল‌কে গ্রেফতা‌রের কথা স্বীকার ক‌রেন‌নি। পর‌দিন শুক্রবার বুলবুল আদালত থে‌কে অন্তবর্তী জা‌মিন পান।

এরপর ইমজার পক্ষ থে‌কে জেলা পু‌লি‌শের সকল সংবাদ বর্জ‌নের ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবা‌হিকতায় নিরাপত্তা চে‌য়ে জি‌ডি কর‌লেন টে‌লি‌ভিশন সাংবাদিক ও ক্যা‌মেরাপারসনরা।

ইমজার সভাপ‌তি বাপ্পা ঘোষ চৌধুরী ব‌লেন, সাদা পোশাকে গ্রেফতা‌রের ক্ষে‌ত্রে উচ্চ আদাল‌তের নি‌ষেধাজ্ঞা র‌য়ে‌ছে। আদাল‌তের রায় অমান্য ক‌রে পু‌লিশ সি‌নিয়র সাংবা‌দিক মইনুল হক বুলবুল‌কে আটক ক‌রে।

সাংবা‌দিক বুলবুল‌কে সাদা পোশাকে আট‌কের পর পু‌লিশ প্রথ‌মে স্বীকার না করায় তারা নিরাপত্তাহীনতায় ভুগ‌ছেন ব‌লে জানান সাংবা‌দিক নেতা বাপ্পা। তি‌নি ব‌লেন, ভ‌বিষ্য‌তে যে কোরো ক্ষেত্রে একই ঘটনার পুনরাবৃ‌ত্তি ঘটা‌তে পা‌রে পুলিশ।

এমআই