৭ বছরেও সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ না হওয়ায় হাইকোর্টের ক্ষোভ

৭ বছরেও সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ না হওয়ায় হাইকোর্টের ক্ষোভ

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত সাত বছরেও শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট।

সোমবার হাইকোর্টে হাজির হয়ে মামলার তদন্ত কর্মকর্তা জানান, এই মামলার ভবিষ্যত নির্ভর করছে আমেরিকায় পাঠানো ডিএনএ টেস্টের রিপোর্টের ওপর। এতে আদালত ক্ষোভ প্রকাশ করে বলেন, এতদিনেও বিষয়টি সুরাহা না হওয়া দুঃখজনক।

পরে মামলা বাতিল চেয়ে আসামি তানভীরের আবেদন ও তদন্ত বিষয়ে আগামী বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করা হয়েছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাগর-রুনি। এই দীর্ঘ সময়ের মধ্যে শুধু মাত্র ডিএনএ টেস্টের উপর ঘুরপাক খাচ্ছে মামলার তদন্ত। এরই মধ্যে তদন্ত কর্মকর্তা বদলেছে সাতবার। মামলাটি তদন্ত করছে র‍্যাব।

এমআই