দৈনিক সংগ্রাম পত্রিকা অফিসে হামলা, ভাঙচুর

দৈনিক সংগ্রাম পত্রিকা অফিসে হামলা, ভাঙচুর

দৈনিক সংগ্রাম পত্রিকা অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন। 

পরে কার্যালয়ে তালা দিয়ে পত্রিকাটির সম্পাদককে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে।

শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে প্রথমে পত্রিকাটির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যরা। পরে বিক্ষুব্ধ কয়েকজন কার্যালয়ে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়।

গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দৈনিক সংগ্রাম পত্রিকা প্রকাশিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা কাদের মোল্লাকে ‘শহীদ’ হিসেবে অভিহিত করে সংবাদ প্রকাশ করা হয়। এরপর মুক্তিযুদ্ধ মঞ্চের বিক্ষুব্ধ সদস্যরা বিকালে পত্রিকাটির কার্যালয়ের সামনে জড়ো হয়।

মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদ বলেন, মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া কাদের মোল্লা একজন রাজাকার, দেশদ্রোহী। সংগ্রাম পত্রিকা তাকে ‘শহীদের’ মর্যাদা দিয়ে সংবাদ প্রকাশ করেছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে এখানে এসেছি। এমন কর্মকাণ্ডের জন্য পত্রিকার সম্পাদককে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমরা ইতোমধ্যে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছি।