সাংবাদিকদের উদ্দেশে শেখ হাসিনা

আপনাদের এতো আশঙ্কা কেন?

আপনাদের এতো আশঙ্কা কেন?

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করে মন্ত্রিসভায় অনুমদিত ৩২ ধারা সংসদে পাশ হওয়ার আগে প্রধানমন্ত্রীকে তা আরো একবার বিচার বিশ্লেষণের অনুরোধ জানানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের এতো আশঙ্কা কেন এমন মন্তব্য করেন।

সোমবার বিকালে গণভবনে ইতালি সফর নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ ফেডালের সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুলের এক প্রশ্নে জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সাইবার হামলা এটি শুধু আমাদের সমস্যা না, এটি বৈশ্বিক সমস্যা। তাই সাইবার হামলার জন্য, সিআরপিতে যে ধারাগুলো আছে সেইগুলোই ৩২ ধারায় অন্তর্ভূক্ত করা হয়েছে। ৫৭ ধারা বাতিল করে ৩২ ধারা অন্তর্ভূক্ত হয়েছে। যদি কেউ তেমন কিছু না করেন তাহলে তার বিরুদ্ধে তো এটা অপপ্রয়োগ হবে না।

(জাস্ট নিউজ/একে/১৯১২ঘ.)