করোনা উপসর্গ নিয়ে প্রথম সাংবাদিকের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে প্রথম সাংবাদিকের মৃত্যু

করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে সাংবাদিক হ‌ুমায়ূন কবীর খোকন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। করোনা সংক্রমণের লক্ষণ নিয়ে দেশে এই প্রথম কোন সাংবাদিক মারা গেলেন।

মঙ্গলবার রাত ১০ টার পর উত্তরা রিজেন্ট হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, জ্বর ও শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে তিনি এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হ‌ুমায়ূন কবীর খোকন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ছিলেন। বৃহত্তর কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবীর খোকন আগে দৈনিক আমাদের সময় পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন।

এমজে/