করোনার উপসর্গ নিয়ে আরেক সাংবাদিকের মৃত্যু, রিপোর্টে নেগেটিভ

করোনার উপসর্গ নিয়ে আরেক সাংবাদিকের মৃত্যু, রিপোর্টে নেগেটিভ

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার অপরাধ বিষয়ক সাংবাদিক আসলাম রহমান (৫০)।

বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক আসলাম কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার। গতকাল বুধবার রাজধানীর মুগদা হাসপাতালে তার করোনা পরীক্ষা করা হয়। রিপোর্টে তা নেগেটিভ আসে।

ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) একাধিক নেতা আসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে স্থাপিত করোনা ইউনিটে দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ গণমাধ্যমকে বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই সাংবাদিক আসলামের মৃত্যু হয়। ইসিজি করে তাকে মৃত পাওয়া গেছে।’

দৈনিক ভোরের কাগজের অপরাধ বিষয়ক সাংবাদিক আসলাম রহমান ক্র্যাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন।