পাকিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা

পাকিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা

পাকিস্তানের এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির পুলিশ জানায়, বেলুচিস্তানে পিটিভির শাহীনা শাহীন নামের ওই সাংবাদিককে নিজ বাড়িতে হত্যা করা হয়। সন্দেহভাজনদের মধ্যে নিহতের স্বামীও রয়েছেন।

রবিবার পুলিশের তদন্ত কর্মকর্তা সিরাজ আহমদ বলেন, নারী সাংবাদিককে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা হত্যাকারীকে গ্রেফতারে অভিযান চালাচ্ছি।

শাহীনা শাহীন রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির একটি টকশোর উপস্থাপক এবং স্থানীয় একটি সাময়িকীর সম্পাদক। সোমবার সন্ধ্যায় তুরবাত এলাকায় তার নিজ বাড়িতে গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দুই ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে আসেন। তবে পরে তারা চলে যায়। পরে পুলিশ জানতে পেরেছে, ওই দুই ব্যক্তির একজন তার স্বামী নওয়াবজাদা মাহরাব।

পুলিশ কর্মকর্তা সিরাজ জানান, পরিবারের সদস্যরা সন্দেহভাজন হত্যাকারী হিসেবে শাহীনের স্বামীর কথা জানিয়েছেন। ছয় মাস আগে আদালতে তাদের বিয়ে হয়। এরপর থেকে স্বামীর সঙ্গেই বাস করছিলেন তিনি।

এমজে/