করোনায় সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যু

করোনায় সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যু

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

করোনায় আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সংবাদের সাহিত্য সম্পাদক কবি ওবায়েদ আকাশ সকালে গণমাধ্যমকে খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, ‘খন্দকার মুনীরুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে গত ৩১ অক্টোবর রাতে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সকালে সেখানেই তিনি মারা যান।‘

কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক খন্দকার মুনীরুজ্জামান ১৯৭০ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মুখপত্র সাপ্তাহিক একতার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এর আগে তিনি ছাত্র ও শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি মুহাম্মাদ আবদুল্লাহও এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য মুনীরুজ্জামানের মৃত্যুতে শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

এমজে/