হাতিরঝিল থেকে মিডিয়াকর্মীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার

হাতিরঝিল থেকে মিডিয়াকর্মীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জুন) সকালে গুলশানের পুলিশ প্লাজার উল্টোদিকের সড়কের পাশ থেকে তার রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

ডিবিসির সাংবাদিক জুয়েল থিউটোনিয়াস সময় নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, সাত থেকে আট ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি রাতে হাতিরঝিল এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় দৈনিক সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবীব রহমানের (৪০) মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি সিদ্দিক মাস্টার ঢালসংলগ্ন মসজিদের কাছে একটি মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। পরে হাসপাতালে নেওয়া হলে ভোর ৪টার দিকে চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করা হয়।