কে এই প্রতারক!

জাস্ট নিউজের সাথে জালিয়াতি

জাস্ট নিউজের সাথে জালিয়াতি

ঢাকা, ৩০ এপ্রিল (জাস্ট নিউজ) : নাম শামসুল আরেফিন। সাংবাদিক পরিচয়ে পাড়ি জমিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমস কভার করার নাম করে অভিনব এক প্রতারণার আশ্রয় নিয়েছে সে।

স্বনামধন্য একটি নিউজ পোর্টালকে ব্যবহার করে এমন ধোঁকাবাজি হতবাক করেছে জাস্ট নিউজ সহ সংশ্লিষ্ট সকলকে। শামসুল আরেফিন নামে কোনো সাংবাদিক জাস্ট নিউজের সঙ্গে কখনোই সম্পৃক্ত ছিলোনা। তার ফেসবুক প্রোফাইলে দেখা যায় সে বেঙ্গল গ্রুপের কর্মকর্তা।

জাস্ট নিউজ কর্তৃপক্ষ এই প্রতারণার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে চিঠি পাঠানো হয়েছে।

এবারের কমনওয়েলথ গেমসে কভার করার জন্য বাংলাদেশ থেকে ২৭ জন সাংবাদিক অ্যাক্রেডিটেশন কার্ড লাভ করেন। তবে সংবাদ কভারে যান ১৩ জন। ১৩ জনের মধ্যে শামসুল আরেফিন নামের ঐ ভূয়া সাংবাদিকের নাম রয়েছে বলে জাস্ট নিউজ জানতে পেরেছে। কিভাবে, কোনো প্রাতিষ্ঠানিক যাছাই-বাছাই ছাড়াই এই প্রতারক বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আনুকূল্য ও পৃষ্ঠপোষকতা পেলো সেই প্রশ্ন দেখা দিয়েছে।

(জাস্ট নিউজ/জিএস/একে/২৩৫৮ঘ.)