প্রথম আলো কার্যালয়ের বাইরে যুবকদের হট্টগোল

প্রথম আলো কার্যালয়ের বাইরে যুবকদের হট্টগোল

দৈনিক প্রথম আলো পত্রিকার কাওরান বাজারের প্রধান কার্যালয়ের সামনে কতিপয় যুবক হট্টগোল করেছে। এসময় তারা পত্রিকাটি বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় এবং কর্মীদের গালিগালাজ করে। পত্রিকার প্রগতি ভবনের নিচ তলায় অবস্থিত অভ্যর্থনা কেন্দ্রে লাল কালি দিয়ে ‘প্রথম আলো বয়কট’ লিখে দেয় হট্টগোলকারীরা। তারা প্রথম আলো সম্পাদককে খুঁজতে থাকেন। ভবনের ভেতরে যাওয়ার চেষ্টা করলে প্রথম আলোর নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দেন। এক পর্যায়ে তারা স্থান ত্যাগ করে। প্রথম আলোর একজন নিরাপত্তা কর্মী জানান, ৪ থেকে ৫ জন যুবক অভ্যর্থনা কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে হট্টগোল করে। একই সময়ে আরো কিছু যুবক দূরে দাঁড়িয়ে ছিল।

প্রথম আলোর নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন, সন্ধ্যা সাতটা ৫০ থেকে কিছু সময় হট্টগোলকারীরা সেখানে অবস্থান করে। বিষয়টি প্রথম আলোর কার্যালয়ে থাকা কর্মকর্তাদের জানানো হয়। যুবকদের পরনে শার্ট এবং পাঞ্জাবি ছিল বলে নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন।

প্রথম আলোর প্রধান বার্তা সম্পাদক লাজ্জাত এনাম মহছি পত্রিকা কার্যালয়ের নিচে যুবকদের হট্টগোলের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার জাতীয় সংসদে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম আলোর ব্যাপক সমালোচনা করেন।

তিনি প্রথম আলোকে দেশ, গণতন্ত্র ও মানুষের শত্রু বলে মন্তব্য করেন।