২০ ঘণ্টা পর আবার সচল ডেইলি স্টার অনলাইন

২০ ঘণ্টা পর আবার সচল ডেইলি স্টার অনলাইন

ঢাকা, ২ জুন (জাস্ট নিউজ) : প্রায় ২০ ঘণ্টা ব্লক থাকার পর শনিবার বিকালে সচল হয়েছে দেশের জনপ্রিয় ইংরেজি দৈনিক- দ্য ডেইলি স্টারের ওয়েবসাইট। টেকনাফের কাউন্সিলর একরামুল হকের পরিবারের সংবাদ সম্মেলনের একটি নিউজ প্রকাশের পর বিটিআরসি’র নির্দেশে ব্লক করা হয় ডেইলি স্টারের ওয়েবসাইট। ২০ ঘণ্টা পর আবার তাদের নির্দেশেই তা সচল করা হয়।

শুক্রবার রাত থেকেই ডেইলি স্টারের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না বলে অসংখ্য পাঠক জানান। কিছু ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) থেকে তাদের ওয়েবসাইট পাওয়া যাচ্ছে না বলে জানতে পারেন ডেইলি স্টার কর্তৃপক্ষ।

এ বিষয়ে ডেইলি স্টার অনলাইনের এক্সিকিউটিভ এডিটর ইনাম আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘‘যখন আমরা দেখতে পেলাম আমাদের সাইটে প্রবেশ করা যাচ্ছে না, তখন আমরা বিটিআরসি’র সঙ্গে যোগাযোগ করি। বিটিআরসি আমাদের জানায়, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আইআইজিতে ডেইলি স্টারের একটি ইউআরএল ব্লক করতে বলা হয়েছিল। কিন্তু সুনির্দিষ্ট ইউআরএল ব্লক করা সম্ভব না হলে তারা পুরো ডোমেইন ব্লক করে দেয়। কিন্তু বিটিআরসি আইআইজিতে ডোমেইন ব্লক করতে বলেনি।’’

কেন এমন করা হয়েছে জানতে চাইলে ইনাম আহমেদ বলেন, ‘‘এ বিষয়ে বিটিআরসি আমাদের কোনো কারণ জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, একটি নির্দিষ্ট সংবাদের জন্য আমাদের সাইট ব্লক করা হয়েছিল।’’

(জাস্ট নিউজ/একে/২২০২ঘ.)