ইতালিতে সাংবাদিকতায় মাল্টিমিডিয়ার শ্রেষ্ঠ পুরস্কার পেলেন মিনহাজ

ইতালিতে সাংবাদিকতায় মাল্টিমিডিয়ার শ্রেষ্ঠ পুরস্কার পেলেন মিনহাজ

ইতালি, ৭ জুলাই (জাস্ট নিউজ) : ইতালিতে সাংবাদিকতার জগতে মোঃ মিনহাজ হোসেন একটি পরিচিত নাম। ইতালির নাপলী থাকাকালে তিনি প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সংবাদ পরিবেশন করে ব্যাপক পরিচিতি লাভ করেন। তার এই যোগ্যতাকে সম্মান দেখিয়ে ‘বাংলা প্রেসক্লাব ইতালী’ তাদের সর্বশেষ সাধারণ সভায় জনাব মিনহাজকে প্রচার সম্পাদকের দায়িত্ব দিয়েছে। বাংলাদেশের সিলেট বিভাগের এই তরুণ সাংবাদিক বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও কাজ করছেন।

মিনহাজ হোসেন ১৯৯৩ সালে সিলেটের বিয়ানীবাজার থানার কসবা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা আব্দুন নূর, মাতা ছালেহা বেগম, তারা ৩ ভাই ২ বোন তিনি সকলের ছোট, তার বাবা একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বড় ভাই দেশে বিভিন্ন ব্যাবসা বাণিজ্য সাথে সংশ্লিষ্ট রয়েছেন এবং আরেক ভাই দেশের বাহিরে বর্তমানে কুয়েতে অবস্থান করছেন।

মিনহাজ হোসেন গত ২০১৪ সালের ডিসেম্বর বাংলাদেশ ত্যাগ করে প্রবাসে পাড়ি জমান, বাংলাদেশে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রিন্ট অনলাইন মিডিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বিদেশে প্রথমে ২০১৪ সালে রাশিয়া আসলে পরবর্তীতে তিনি বিভিন্ন দেশ সফর শেষে ইতালীতে এসে থমকে দাঁড়ান। প্রথমে নাপলিতে গার্মেন্টসের কাজ করলেও পাশাপা‌শি সাংবাদিকতাও করতেন। একটা সময়ে তিনি গার্মেন্টসের কাজ ছেড়ে দিয়ে শুধু সংবাদ সংগ্রহের খোঁজে সাংবাদিকতা শুরু করেন। তিনি বাংলাদেশে সাপ্তাহিক আগামী প্রজন্মে পত্রিকাসহ অনলাইন বিয়ানীবাজার কন্ঠের প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

ইতালী পাড়ি জমানোর পর তার হঠাৎ ইচ্ছে হয় নাপলি শহরে একটি পাত্রিকা প্রকাশনা করার। তারপর তিনি বিভিন্ন বাংলা কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে আলোচনার মাধ্যমে সকলের সহযোগিতায় সাপ্তাহিক প্রবাস কন্ঠ নামে একটি পত্রিকা প্রকাশিত করতেন। এবং তার এই পত্রিকার ও অনলাইনসহ অনলাইন পিটিভি ইউরোপসহ ইতালীতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

তিনি শুধু এই পত্রিকা নয় রোম থেকে প্রকাশিত দৈনিক ধূমকেতু পত্রিকা ও দৈনিক জন্মভূমি পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছেন। তার এই অগ্রযাত্রাকে ইতালীস্থ বাংলা কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে সাধুবাদ জানান ও প্রার্থনা করেন তার আগামীর পথচলার জন্য।

তার এই সফলতার কারণে তিনি গত (৩০ জুন) রবিবার ইতালীতে ইসলামিক ট্যালেন্টশোতে সংবাদ সংগ্রহের মাধ্যমে সাংবাদিকতার শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন, তিনি গত ২ জুলাই সোমবার ইসলামিক ট্যালেন্টশো ২০১৮ এর অর্গেনাইজার মাল্টিমিডিয়া সত্বধিকারী এ কে জামান তাকে সাংবাদিকতায় শ্রেষ্ঠ সাংবাদিক ও ফটোগ্রাফার হিসেবে সম্মাননা সরূপ ক্রেষ্ট ও সম্মাননা সনদ প্রদান করেন।

(জাস্ট নিউজ/এমআই/১৩১৩ঘ.)