সাংবাদিক উৎপল দাসকে পাওয়া গেছে

সাংবাদিক উৎপল দাসকে পাওয়া গেছে

ঢাকা, ২১ ডিসেম্বর (জাস্ট নিউজ) : দুই মাস ধরে নিখোঁজ সাংবাদিক উৎপল দাসের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার রাত পৌনে ১২টায় উৎপলের সঙ্গে মোবাইলে তার বাবা চিত্তরঞ্জন দাসের কথা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'উৎপলের সঙ্গে আমি এবং তার মায়ের কথা হয়েছে। সে আমাদের জানিয়েছে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় আছে। বাড়িতে আসছে। এর বেশি কিছুই বলেনি, শুধু বলেছে বিস্তারিত বাড়ি আসলে জানাবে।'

রাত ১২টায় উৎপলের সাথে কথা হয়। এ সময় তিনি বলেন, 'আমি সুস্থ আছি। এখন নারায়ণগঞ্জ থেকে নরসিংদী মা-বাবার কাছে যাচ্ছি। বিস্তারিত পরে জানাবো।'

উৎপলের সঙ্গে তার সহকর্মী রাজীব আহাম্মদ ও রাজু হামিদসহ আরও কয়েকজনের কথা হয়েছে বলে তারা নিশ্চিত করেছেন।

রাজীব আহাম্মদ জানান, তিনি উৎপলের ব্যক্তিগত নম্বরে কথা বলেছেন। উৎপল এখন নরসিংদীর রায়পুরা এলাকায় নিজের বাড়ির দিকে যাচ্ছেন।

রাজু হামিদ বলেন, ‘আমার সঙ্গেও কথা হয়েছে। উৎপল বললো ভালো আছি। খুব স্বাভাবিক মনে হলো। আমাকে বললো বাড়ি যাচ্ছি, ফিরে এসে বিস্তারিত কথা হবে।’

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘বিষয়টি এখনও আমরা জানি না। তবে আমরা খোঁজ নিচ্ছি।’

প্রসঙ্গত, উৎপল দাস দৈনিক মানবজমিন, অনলাইন নিউজ পোর্টাল জাস্ট নিউজ বিডি সহ একাধিক গণমাধ্যমে সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

(জাস্ট নিউজ/জেআর/১৩১০ঘ.)