মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনায় বিভিন্ন মহলের নিন্দা, সোমবার বিক্ষোভ

মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনায় বিভিন্ন মহলের নিন্দা, সোমবার বিক্ষোভ

ঢাকা, ২২ জুলাই (জাস্ট নিউজ) : দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে ‘হত্যার উদ্দেশ্যে’ তার সফরসঙ্গীসহ রবিবার কুষ্টিয়ায় ছাত্রলীগ-যুবলীগ কর্তৃক মারধর করে রক্তাক্ত করা এবং তার গাড়ি ভাংচুরের ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মহল।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি রুহুল আমীন গাজী, মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে মাহমুদুর রহমান ও তার সফর সঙ্গীদের নিরাপদে ঢাকায় ফেরার ব্যবস্থা নেয়ার দাবি জানান।

বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ ঘটনার প্রতিবাদে বিএফইউজে-ডিইউজে সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

(জাস্ট নিউজ/এমআই/২১২৮ঘ.)