সাংবাদিকদের ওপর হামলাকারীদের ধরতে স্বরাষ্ট্রমন্ত্রীকে তথ্যমন্ত্রীর চিঠি

সাংবাদিকদের ওপর হামলাকারীদের ধরতে স্বরাষ্ট্রমন্ত্রীকে তথ্যমন্ত্রীর চিঠি

ঢাকা, ৭ আগস্ট (জাস্ট নিউজ) : সাংবাদিকদের ওপর হামলা করা দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে এ দাবি করেন তিনি।

সাম্প্রতিক সময়ে নিরাপদ সড়কের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে খবর সংগ্রহরত সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা প্রসঙ্গে শিরোনামের চিঠিতে তথ্যমন্ত্রী বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় আপনার মন্ত্রণালয়ের কর্মতৎপরতা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

আপনি অবগত আছেন যে সাম্প্রতিক সময়ে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা দুঃখজনক। এ কথা সর্বজন বিদিত যে, বর্তমান সরকার কর্তব্যরত সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় সদা সচেষ্ট।
তদুপরি সাম্প্রতিককালে খবর সংগ্রহরত সাংবাদিকবৃন্দের আহত হবার বিষয়টি গভীরভাবে নজরে এনে তাদের ওপর হামলাকারী দুষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করছি।

উল্লেখ্য, গত শনি ও রবিবার রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় পুলিশের উপস্থিতিতেই হামলার শিকার হন কমপক্ষে ২৪ জন সাংবাদিক।

(জাস্ট নিউজ/একে/২১৫০ঘ.)