মাদারীপুরে দুই পক্ষে সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

মাদারীপুরে দুই পক্ষে সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

মাদারীপুর, ৬ অক্টোবর (জাস্ট নিউজ) : মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষে সংঘর্ষে জড়িয়েছে। এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় আহতদের মধ্যে দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, শুক্রবার রাতে শহরের কুটির শিল্প ও আনন্দ মেলায় প্রবেশ করা নিয়ে বাগেরপাড় এলাকার শামীম হাওলাদারের সঙ্গে হরিকুমারিয়া এলাকার রাসেদুল ইসলাম খোকন তালুকদারের হাতাহাতি হয়।

এরই জের ধরে শনিবার সকালে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি কামরুল জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(জাস্ট নিউজ/একে/১১৪৫ঘ.)