মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ঢাকা, ৮ অক্টোবর (জাস্ট নিউজ) : মন্ত্রিপরিষদের কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মুক্তিযোদ্ধার সন্তানরা।

সোমবার নগরীর আকবর শাহ থানার সিটি গেট এলাকায় চলা এ অবরোধে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে পথচারী ও এলাকাবাসী ব্যাপক ভোগান্তির শিকার হন।

বিষয়টি নিশ্চিত করে আকবর শাহ থানার সেকেন্ড অফিসার মো. ওমর ফারুক বলেন, মন্ত্রিপরিষদের কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তা বহালের দাবিতে মুক্তিযোদ্ধার সন্তানরা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সিটি গেট এলাকায় মানববন্ধন করেছেন।

এরপর সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেন। এতে উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

(জাস্ট নিউজ/একে/১৫১১ঘ.)