কারাগার থেকে আদালতের পথে আসামিরা

কারাগার থেকে আদালতের পথে আসামিরা

ঢাকা, ১০ অক্টোবর (জাস্ট নিউজ) : ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে মামলার আসামিদের গাজীপুরের কেন্দ্রীয় কাশিমপুরের কারাগার থেকে আদালতে আনা হচ্ছে। আজ বুধবার এ মামলার রায় হবে রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে।

আজ খুব সকালে আসামিদের বহনকারী গাড়ি কারাগারের ফটক দিয়ে বের হতে দেখেছেন সেখানে দায়িত্বরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের ঢাকায় আনা হচ্ছে।

২১ আগষ্টের ঘটনায় পৃথক মামলায় মোট আসামির সংখ্যা ৫২ জন। এর মধ্যে তিন জন আসামির অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাদেরকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। তিন আসামি হলেন- জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জঙ্গি নেতা মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ সাহেদুল আলম বিপুল। এখন ৪৯ আসামির বিচার অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে এখনো ১৮ জন পলাতক। বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ২৩ জন কারাগারে রয়েছেন।

এর মধ্যে ওই ঘটনায় হত্যা, হত্যা চেষ্টা, ষড়যন্ত্র, ঘটনায় সহায়তাসহ বিভিন্ন অভিযোগে একটি মামলা হয়। যাতে বর্তমানে আসামি সংখ্যা মোট ৪৯ জন। একই ঘটনায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনে (সংশোধনী-২০০২) অপর একটি মামলায় আসামি সংখ্যা ৩৮ জন।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের এক সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনা প্রাণে রক্ষা পেলেও মারা যান দলের ২৪ নেতাকর্মী।

(জাস্ট নিউজ/একে/০৯১০ঘ.)