গ্রেনেড হামলার আসামিরা অস্থায়ী আদালতের গারদে

গ্রেনেড হামলার আসামিরা অস্থায়ী আদালতের গারদে

ঢাকা, ১০ অক্টোবর (জাস্ট নিউজ) : পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালতের গারদে রাখা হয়েছে গ্রেনেড হামলার আসামিদের। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩১ জন আসামিকে ঢাকায় আনা হয়। নাজিমউদ্দিন রোডের বিশেষ ট্রাইব্যুনালে মামলার রায় ঘোষণাকালে তাদের উপস্থিত রাখার কথা রয়েছে।

এর আগে ভোর ৬টা ৫০ মিনিটে পুলিশের প্রিজন ভ্যানে বাড়তি নিরাপত্তা দিয়ে তাদের কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ ও ২ থেকে আনা হয়েছে ১৪ আসামি। এদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টুও রয়েছেন। আর কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে আনা হয়েছে ১৭ জন আসামিকে।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের এক সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনা প্রাণে রক্ষা পেলেও মারা যান দলের ২৪ নেতাকর্মী।

(জাস্ট নিউজ/একে/১০৩৬ঘ.)