আইনজীবীদের আদালতে প্রবেশে বাধা

আইনজীবীদের আদালতে প্রবেশে বাধা

ঢাকা, ১০ অক্টোবর : বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলার রায় পড়ার প্রথম দিকে আদালতে ঢুকতে দেয়া হয়নি কয়েকজন আসামির আইনজীবীদের। পরে অনুরোধের প্রেক্ষিতে তাদেরকে আদালতে প্রবেশের অনুমতি দেয়া হয়।

রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন আজ বুধবার বেলা পৌণে ১২টায় এ রায় পড়া শুরু করেন।

লুৎফুজ্জামান বাবর, পিন্টু, আবদুর রহিম, রেজ্জাকুল হায়দারের আইনজীদের আদালতে প্রবেশে বাধা দেয়া হয়। এস এম শাহজাহান, মাসুদ রানা, মাহবুবুর রহমান দুলালসহ আইনজীবীরা প্রবেশ করতে না পেরে আদালতের গেটে অবস্থান করেন। এ সময় বৃষ্টি হচ্ছিল। পরে তারা অনুরোধ করে আদালতে প্রবেশ করতে পারেন। কড়াকড়ি আরোপ করা হয় সাংবাদিকদের প্রবেশেও।

এদিকে, রায়কে ঘিরে সকাল থেকেই আদালত এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

ঢাকা মহানগর পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া আজ বুধবার সকাল ১০টায় পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থিত বিশেষ এজলাস পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, নৈরাজ্য এবং জনমনে আতঙ্ক সৃস্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আইনের চোখে সবাই সমান। পরে তিনি এজলাস এলাকা পরিদর্শন করেন।

(জাস্ট নিউজ/একে/১৩০২ঘ.)