ময়মনসিংহ ও টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

ময়মনসিংহ ও টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

ঢাকা, ১৫ অক্টোবর (জাস্ট নিউজ) : ময়মনসিংহ ও টাঙ্গাইলে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

রবিবার রাতে এসব ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহতদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী এবং একজন চরমপন্থী।

ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিবেদক আইয়ুব আলী জানিয়েছেন, ময়মনসিংহ শহরে রবিবার রাত সোয়া ১টায় মাদকবিরোধী অভিযানকালে ‘গোলাগুলিতে’ এক ব্যক্তি নিহত হয়েছেন বলে গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ডিবির দাবি, ওই ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী।

নিহতের নাম পায়োল ২৯)। তিনি শহরের পুরহিত পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশের দেওয়া তথ্যমতে, তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় মাদকসহ ১১টি মামলা রয়েছে।

এদিকে টাঙ্গাইল থেকে নিজস্ব প্রতিবেদক মহব্বত হোসেন জানিয়েছেন, রবিবার রাত ২টার দিকে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চৌধুরী মধ্যপাড়ায় ‘বন্দুকযুদ্ধে’ শরীফ হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পক্ষ থেকে দাবি করা হয়েছে।

নিহত শরীফ হোসেন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) টাঙ্গাইল জেলার সভাপতি ছিলেন।

(জাস্ট নিউজ/একে/০৯৩০ঘ.)