ইইউয়ের ৭ সদস্যের প্রতিনিধির সঙ্গে বৈঠকে ইসি

ইইউয়ের ৭ সদস্যের প্রতিনিধির সঙ্গে বৈঠকে ইসি

ঢাকা, ১৮ অক্টোবর (জাস্ট নিউজ) : ইউরোপিয়ান ইউনিয়নের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে বৈঠকটি শুরু হয়।

সিইসির ব্যক্তিগত কর্মকর্তা একেএম মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বৈঠকে সাতটি দেশের রাষ্ট্রদূতসহ মোট ৭ জন সদস্য উপস্থিত রয়েছেন।

প্রতিনিধি দলে রয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংকের নেতৃত্বে ব্রিটেন, জার্মানি, স্পেন, সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ও প্রতিনিধি।

এতে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত রয়েছেন।

বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

(জাস্ট নিউজ/এমআই/১৩১৩ঘ.)