‘সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন আস্থা তৈরি করতে পারেনি’

‘সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন আস্থা তৈরি করতে পারেনি’

ঢাকা, ২৩ অক্টোবর (জাস্ট নিউজ) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও নির্বাচন পর্যবেক্ষক কাজী মারুফুল ইসলাম বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে যে শক্তিশালী আস্থা তৈরি করা প্রয়োজন নির্বাচন কমিশন এখনও সে অবস্থা তৈরি করতে পারেনি। জনগণের মধ্যে এখনও আস্থা তৈরি হয়নি। যে দলগুলো নির্বাচনে অংশ নেবে তাদের সবগুলোর জন্য সমান ফিল্ড তৈরি হয়নি বলেই জনগণ এখনও মনে করছে। ফলে জনগণের মধ্যে ভোট দেওয়ার মত উদ্দীপনা এখনও আসেনি।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘নির্বাচনের ঘণ্টা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টা থেকে বৈঠকি শুরু হয়। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করা হয়।

অধ্যাপক কাজী মারুফুল ইসলাম বলেন, ‘সময় যত এগিয়ে আসছে নির্বাচনি ঘণ্টা বা নির্বাচনি আমেজ প্রসারিত হচ্ছে। একটি নির্বাচন অনুষ্ঠিত করতে তিনটি বিষয় কাজ করে। প্রশাসনিক, রাজনৈতিক ও নাগরিক। প্রশাসনিক পর্যায়ে কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচন অনুষ্ঠিত করতে গিয়ে যে লজিস্টিক সাপোর্ট দরকার তা এখন পর্যন্ত কতখানি সংগ্রহ করতে পেরেছে কমিশন, যেমন- ইলিক্ট্রনিক ভোটিং মেশিন অর্থ্যাৎ ইভিএম। এখন পর্যন্ত এটার ব্যবস্থা সুষ্ঠুভাবে হয়েছে কিনা। যদিও এর ব্যবহার নিয়ে এখনও চূড়ান্ত কিছু হয়নি। ভোটকেন্দ্র এখনও প্রস্তুত করতে পেরেছে কিনা। এছাড়া এর যে পরিমাণ জনবল তা নিয়ে কাজ করা বাকি রয়েছে।’

তিনি আরো বলেন, ‘কমিশনের জনবলকে প্রস্তুত করা, তাদেরকে দক্ষ করা সময়মতো সম্ভব হবে কিনা। এছাড়া নির্বাচনি আচরণবিধি, প্রচার ও প্রসারিত করার প্রাথমিক প্রস্তুতি কিন্তু এখনও হয়নি।’

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ ছাড়াও বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হয়।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যবস্থাপনা সম্পাদক আশিষ সৈকত ও বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম।

(জাস্ট নিউজ/একে/২০১১ঘ.)