সংবিধানে অন্তত ১০ জায়গায় সংসদ ভেঙে নির্বাচনের কথা রয়েছে: শাহদীন মালিক

সংবিধানে অন্তত ১০ জায়গায় সংসদ ভেঙে নির্বাচনের কথা রয়েছে: শাহদীন মালিক

ঢাকা, ৪ নভেম্বর (জাস্ট নিউজ) : সংবিধানের মধ্যে অন্তত দশ জায়গায় সংসদ ভেঙে নির্বাচনের কথা রয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক।

তিনি বলেন, আমরা চাই দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন যেন হয়। এ জন্য দেশের সংবিধান এবং আইনজ্ঞরা বৈঠকে বসেছি। কীভাবে একটি সম্ভাব্য সমাধান বের করা যায় তা দেখছি।

রবিবার রাজধানীর মতিঝিলে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের চেম্বারে সন্ধ্যায় ৬টা থেকে দেশের সিনিয়র আইনজীবীদের এ বৈঠক শুরু হয়েছে।

সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, অতীতে বেশিরভাগই নির্বাচনই জাতীয় সংসদ ভেঙে অনুষ্ঠিত হয়েছে। রাজনীতিবিদদের স্বদিচ্ছা থাকলে বর্তমান সংকট সমাধান কোনো বিষয় নয়।

এক প্রশ্নের জবাবে ড. শাহদীন মালিক বলেন, সংসদ বহাল রেখে নির্বাচন করলে একদল সুযোগ সুবিধা বেশি পাবে। এ ক্ষেত্রে লেভেল প্লেয়িং হবে না।

সংবিধানের মধ্য থেকে কীভাবে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা যায় সে বিষয়ের দেশের আইন বিশেষজ্ঞরা এ বৈঠকে বসেছেন।

বৈঠকে ঢাবির আইনের শিক্ষক আসিফ নজরুল, ঢাবি আইন বিভাগের শিক্ষক ড. বুরহানউদ্দিন, অ্যাডভোকেট সব্রত চৌধুরী, সুলতান মোহাম্মদ মনসুর সহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত রয়েছেন।

(জাস্ট নিউজ/একে/১৯৩৬ঘ.)