তফসিল বিষয়ে ইসিকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

তফসিল বিষয়ে ইসিকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

ঢাকা, ৫ নভেম্বর (জাস্ট নিউজ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জয়নুল আবেদীন এ কথা জানান।

সংবাদ সম্মেলনে জয়নুল আবেদীন বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ চলাকালীন সময় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না করতে এবং নির্বাচনে ইভিএম ব্যবহার না করতে সুপ্রিম কোর্ট বারের চিঠি নিয়ে আমাদের প্রতিনিধিরা ইসিতে যাবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মাহবুবউদ্দিন খোকন, সহ-সভাপতি গোলাম মোস্তফা, ড. গোলাম রহমান, আইনজীবী এ বি এম ওয়ালিউর রহমান খান, আবেদ রাজা, মনির হোসেন, এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, আনিছুর রহমান খান প্রমুখ।

(জাস্ট নিউজ/এমআই/২৩৫০ঘ.)