আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক চলছে

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক চলছে

ঢাকা, ২২ নভেম্বর (জাস্ট নিউজ) : সুষ্ঠু নির্বাচনের দিকনির্দেশনা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছেন ইসির প্রতিনিধি দল।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হয়।

নির্বাচন কমিশনে (ইসি) এ সভা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ভোটের দিন এবং তার আগে ও পরের পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে নির্দেশনা দেয়া হবে বলে বুধবার জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির এ পর্যন্ত বসতে যাওয়া সবচেয়ে বড় বৈঠক হতে যাচ্ছে এটি। ৬৪ জেলার ৬৪ পুলিশ সুপার, মেট্রোপলিটন এলাকাগুলোর কমিশনার ও পুলিশপ্রধানদের ডাকা হয়েছে এ সভায়। ইতিমধ্যে অনেকে এসে উপস্থিত হয়েছেন।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনার, ইসি সচিবালয়ের কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নিয়েছেন।
এতে ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা দেয়া, নির্বাচনের সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখা ও ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করার বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

(জাস্ট নিউজ/এমআই/১১৩১ঘ.)