এসএসসি ও সমমানের পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু

এসএসসি ও সমমানের পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু

ঢাকা, ২২ নভেম্বর (জাস্ট নিউজ) : এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হবে। পরীক্ষার সূচি নির্ধারণ করে বৃহস্পতিবার তা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি।

সূচি অনুযায়ী, ২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসির তত্ত্বীয় পরীক্ষা হবে। আর ২৬ ফেব্রুয়ারি সঙ্গীত বিষয়ের এবং ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে অন্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে।

বেশ কয়েক বছর থেকে ১ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হলেও এবার ওইদিন শুক্রবার হওয়ায় ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি।

এবারও বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেওয়া হবে সৃজনশীল ও রচনামূলক অংশের পরীক্ষা।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

(জাস্ট নিউজ/একে/২১৩৮ঘ.)