সংবাদ সম্মেলন হিন্দু মহাজোট

সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়েছে

সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়েছে

ঢাকা, ৬ জানুয়ারি (জাস্ট নিউজ) : সংখ্যালঘুদের ওপর নির্যাতন আগের চেয়ে অনেক বেড়ে যাওয়ায় বহু হিন্দু পরিবার দেশ ছাড়তে বাধ্য হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার চিত্র প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ড. প্রভাস চন্দ্র রায় জানান, গত বছর ছয় হাজার ৪৭৪টি নির্যাতনের ঘটনা ঘটেছে। যার মধ্যে ১০৭ জন সংখ্যালঘুকে হত্যা করা হয়েছে।

প্রভাস চন্দ্র রায় অভিযোগ করে বলেন, হিন্দুদের ঘর-বাড়ি ভাঙচুর, মঠ-মন্দির, প্রতিমা শুধু ভাঙচুর করা হচ্ছে না, হিন্দু নারীদের একের পর এক ধর্ষণ করা হচ্ছে, যার কোনো বিচার হচ্ছে না।

হিন্দু মহাজোটের সভাপতি আরো বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতন দেখে মনে হচ্ছে একাত্তর সালের পাক-হানাদাররা যেভাবে নির্যাতন করেছে, সেটিরই পুনরাবৃত্তি ঘটছে।

(জাস্ট নিউজ/জেআর/১৫৪৩ঘ.)