সুচি’র সম্মানসূচক পদক কেড়ে নিচ্ছে ফ্রান্স

সুচি’র সম্মানসূচক পদক কেড়ে নিচ্ছে ফ্রান্স ছবি: ইন্টারনেট থেকে নেয়া

ঢাকা, ২ ডিসেম্বর (জাস্ট নিউজ) : মিয়ানমারের আরাকান রাজ্যে নিরীহ রোহিঙ্গা মুসলিমদের উপর হত্যাযজ্ঞ চালায় দেশটির সেনাবাহিনী। অন্যদিকে দেশটির ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুতে আছেন শান্তিতে নোবেল জয়ী নেত্রী অং সান সুচি। কিন্তু সেনাবাহিনীর অভিযানের পক্ষেই সাফাই গাইছেন তিনি।

এমন পরিস্থিতিতে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চিকে দেওয়া সম্মানসূচক প্যারিস শহরের স্বাধীনতা পদক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। ওই সম্মাননা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন পারিসের মেয়র অ্যান হিদালগো। মেয়র’র মুখপাত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন। মধ্য ডিসেম্বরে সিটি কাউন্সিল এ বিষয়টি চূড়ান্ত করবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে অং সান সু চিকে দেওয়া সম্মাননা স্থগিত করেছে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়ন ইউনিসন। পাশাপাশি বেশ কয়েকটি সংস্থাও সুচি’র সম্মানসূচক ডিগ্রি ও পদ ফিরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছে।

(জাস্ট নিউজ/এমআই/০৮৩৩ঘ.)