চীন সাগরে তেলবাহি ট্যাংকার-জাহাজ সংঘর্ষ, ২ বাংলাদেশিসহ নিখোঁজ ৩২

চীন সাগরে তেলবাহি ট্যাংকার-জাহাজ সংঘর্ষ, ২ বাংলাদেশিসহ নিখোঁজ ৩২

বেইজিং, ৭ জানুয়ারি (জাস্ট নিউজ): চীনের পূর্ব উপকূলে একটি জাহাজের সঙ্গে ইরানের তেলবাহী ট্যাংকারের সংঘর্ষের ঘটনায় দুই বাংলাদেশিসহ ৩২ ইরানি নাগরিক নিখোঁজ রয়েছে। শনিবার ভোর রাতে এ ঘটনাটি ঘটে বলে রবিবার নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ।

সংঘর্ষের পরই ট্যাংকারটিতে আগুন ধরে যায় এবং সমুদ্রে তেল ছড়িয়ে পড়া শুরু করে। ঘটনাস্থেল উদ্ধার তৎপরতা চালাতে পুলিশের নৌকা এবং তিনটি ক্লিনিং জাহাজ পাঠানো হয়েছে বলে জানিয়েছে চীন মেরিটাইমস কর্তৃপক্ষ। উদ্ধার তৎপরতা আরো জোরদার করতে একটি জাহাজ এবং বিমান পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া।

চীনের পরিবহন মন্ত্রণালয় বলছে, তেলবাহি ট্যাংকটি ইরান থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্য যাত্রা করেছিল। উপকূল থেকে ১৬০ মাইল দূরে হংকংয়ের সিএফ ক্রিস্টাল এর সঙ্গে ধাক্কা লেগে যায়।

সংঘর্ষের ঠিক কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

(জাস্ট নিউজ/জিওয়াই/১৩০০ঘ)