ফেনীতে বাস-সিএনজি সংঘর্ষ, নারীসহ নিহত ৪

ফেনীতে বাস-সিএনজি সংঘর্ষ, নারীসহ নিহত ৪

ফেনী, ৩ ডিসেম্বর (জাস্ট নিউজ) : ফেনীর দাগনভূঞার দুধমুখা এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ৩ জন।

সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর সালেহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘটনাস্থলেই এক নারী নিহত হন। তাকে নোয়াখালীর বসুরহাট এলাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুল কাদের গণমাধ্যমকে বলেন, ফেনী সদর হাসপাতালে এ ঘটনায় পাঁচজনকে আনা হয়েছে। এর মধ্যে দু’টি ছিল লাশ। বাকি তিনজনের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ দুইজনের মধ্যে আবার এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। আর আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আবু জাফর সালেহ বলেন, নিহতদের মধ্যে রয়েছে সিএনজি চালক ইসমাইল। তার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগে। বাকিদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

(জাস্ট নিউজ/একে/১৭৩০ঘ.)