ইসিতে গিয়ে তোপের মুখে সিইসির ভাগ্নে আ’লীগ প্রার্থী শাহজাদা

ইসিতে গিয়ে তোপের মুখে সিইসির ভাগ্নে আ’লীগ প্রার্থী শাহজাদা

ঢাকা, ৩ ডিসেম্বর (জাস্ট নিউজ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার ভাগ্নে এস এম শাহজাদা।

এ নিয়ে প্রথম থেকেই আলোচনায় ছিলেন আওয়ামী লীগের এই প্রার্থী।

এরইমধ্যে সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেখা যায় শাহজাদাকে।

এরপর তিনি সাংবাদিকদের তোপের মুখে পড়েন। একের পর এক সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন শাহজাদা।

ইসিতে কী কারণে এসেছেন জানতে চাইলে শাহজাদা বলেন, ‘একেবারে ব্যক্তিগত’ কাজেই মামার সঙ্গে দেখা করতে এসেছি। প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের মা অসুস্থ, তার ওষুধ কেনার জন্য প্রেসক্রিপশন নিয়ে এসেছি আমি। কারণ স্থানীয় এলাকায় এই ওষুধ পাওয়া যায় না। প্রেসক্রিপশন দিয়েই চলে এসেছি। আর কোনো কাজ ছিল না।

প্রেসক্রিপশন নিয়ে ইসিতেই কেন এলেন এমন প্রশ্নের জবাবে শাহজাদা বলেন, আমি আজই (সোমবার) ঢাকায় এসেছি, সেখান থেকে প্রেসক্রিপশন নিয়ে এসেছি, সেটা কীভাবে দিব এখানে না আসলে?

এর আগেও সিইসির দফতরে যোগাযোগের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, সেটা তো অনেক আগে, সেটা তো এখন না, সেটা তফসিলের আগে।

মামা হিসেবে সিইসির কাছে কোনো সহযোগিতা চেয়েছেন কি না? এ প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, প্রশ্নই ওঠে না। এটা তার যেভাবে আছে, সেই নিয়মেই চলবে। এতে আমার সহোযোগিতা চাওয়ার কি আছে?

প্রার্থী হওয়ায় মামার সম্মতি ছিল কি না এমন প্রশ্নের জবাবে শাহজাদা বলেন, এ বিষয়ে তার সঙ্গে কোনো কথা হয়নি। নির্বাচন আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কোথায় কী করছি, এটা তো (তার) খোঁজ রাখার ব্যাপার না। আমি তো উনার পরিবারের অংশ না। আমি আত্মীয়, কিন্তু পরিবারের অংশ না।

প্রার্থী হওয়ার ক্ষেত্রে নূরুল হুদার বাধা ছিল কি না এ প্রশ্নের জবাবে শাহজাদা বলেন, এখানে কোনো প্রশ্নই আসে না। এটা গণতান্ত্রিক অধিকার একজন নাগরিকের নির্বাচন করা। আমি তাই করেছি। আমি নিজে স্বাবলম্বী, তাই যেভাবে চলার সেভাবে চলি।

নির্বাচন নিয়ে তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আমি যা আশা করেছিলাম, তার থেকে অনেক সুন্দর। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এস এম শাহজাদা।

এই আসনে রবিবার মনোনয়ন বাছাইয়ে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনিসহ আরো একজন বিএনপি প্রার্থী বাদ পড়লেও উৎরে গেছেন শাহজাদা।

পটুয়াখালী-৩ আসনে বর্তমান সংসদ সদস্য, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর হোসাইনকে বাদ দিয়ে শাহজাদাকে প্রার্থী করেছে আওয়ামী লীগ।

আসনটিতে ২০০৮ সালের সংসদ সদস্য গোলাম মওলা রনি মনোনয়ন না পাওয়ার পর আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে মনোনয়নপত্র দাখিল করেন, তবে বাছাইয়ে তা বাদ পড়ে।

(জাস্ট নিউজ/একে/২২৫০ঘ.)