প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে বাংলাদেশ সপ্তম

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে বাংলাদেশ সপ্তম

ঢাকা, ৬ ডিসেম্বর (জাস্ট নিউজ) : প্রাকৃতিক দুর্যোগে বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গত ২০ বছরে বিশ্বের বিভিন্ন দেশে খরা, বন্যা, ঘূর্ণিঝড়ের সকো দুর্যোগে বিশ্বের তুলনামূলক ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে জার্মান ওয়াচের তৈরি করা গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্সের তালিকায় বাংলাদেশের এ অবস্থান উঠে আসে।

বুধবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুধুমাত্র ২০১৭ সালের তালিকায় বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির দিক বিবেচনায় পৃথিবীতে নবম অবস্থানে ছিল। এর আগে ২০১৬ সালে ১৩তম অবস্থানে ছিল।

প্রচুর বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় শুধু নেপাল, বাংলাদেশ ও ভারতেই চার কোটি মানুষের জীবন বিপর্যস্ত হয়েছে। এই তিনটি দেশে এক হাজার ২০০ মানুষের প্রাণহানি ঘটেছে এবং লাখ লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে।

এর মধ্যে বন্যা, ভূমিধস, ঝড় এবং সাইক্লোনে ২০১৭ সালে ৪০৭ জন মানুষ মারা যায়। যার অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দুই হাজার আটশ মিলিয়ন ডলার। তালিকায় প্রথম স্থানে আছে পুয়োর্তো রিকো। দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা, চতুর্থ স্থানে নেপাল এবং ১৪তম অবস্থানে ভারত।

গত কয়েক বছরে হাইতি, ফিলিপাইন ও পাকিস্তানের মতো নতুন কিছু দেশের নামও নানারকম দুর্যোগে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্তদের তালিকায় উঠে আসছে।

বিশ্বের বিভিন্ন দেশে ২০১৭ সালে ও এবছরের ঘন ঘন আঘাত হানা ঘূর্ণিঝড় ও জলবায়ুর পরিবর্তনের মধ্যে বিজ্ঞানভিত্তিক যোগসূত্র খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা।

(জাস্ট নিউজ/এমআই/১০২৩ঘ.)