মনোনয়নপত্র যাচাই-বাছাই

দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে

দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে

ঢাকা, ৭ ডিসেম্বর (জাস্ট নিউজ) : দ্বিতীয় দিনের মতো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের ১১তলায় এজলাসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ অন্য কমিশনাররা শুনানি করছেন।

শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া শুনানি জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি দিয়ে সম্পন্ন করবে ইসি।

আজ বিভিন্ন নির্বাচনী এলাকার দল ও স্বতন্ত্র প্রার্থী নিয়ে ১৫০ জনের শুনানি হবে।

সিরিয়াল নম্বর অনুযায়ী-আজ ১৬১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত এবং আগামীকাল শনিবার শেষ দিন ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের শুনানি হবে।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এ আপিল শুনানি শুরু হয়।

সারা দেশ থেকে আসা ৫৪৩ আপিল আবেদনের প্রথম দিন ১৬০ জনের শুনানি হয়।

এর মধ্যে ৮০ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়।

অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে ৭৬ জনের।

এ ছাড়া চার প্রার্থীর আবেদন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

(জাস্ট নিউজ/এমআই/১০৩১ঘ.)