নতুন সরকার গঠনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে: সিইসি

নতুন সরকার গঠনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে: সিইসি

ঢাকা, ২০ ডিসেম্বর (জাস্ট নিউজ) : প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, ভোট নির্বাচন কমিশনের কাছে আমানত। কাজেই ভুল গণনার মধ্য দিয়ে সেই আমানত নষ্ট করা যাবে না। নতুন সরকার গঠনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ সতর্কবার্তা দিলেন তিনি।

যারা ভোটের ফল ঘোষণা করবেন, তাদের এক প্রশিক্ষণ কর্মশালায় কথা বলেন সিইসি নুরুল হুদা।

তিনি বলেন, সারা দেশের নির্বাচনমুখী সুবাতাস বলে দিচ্ছে-৩০ তারিখের পর নতুন সরকার গঠনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে। ভোটারদের আমানত আপনাদের হাতে চলে যাবে।

প্রশিক্ষণ কর্মশালায় তিনি বলেন, ভোটারদের যে ইচ্ছা, ভোট প্রদানের যারা প্রার্থী, তাদের যে প্রাপ্তি-সেগুলো আপনাদের হাতে থাকবে, তা সঠিকভাবে বিশ্লেষণ ও বিতরণ করার দায়িত্ব অত্যন্ত কঠিন এবং সেখানকার গুরুদায়িত্ব আপনাদের ওপরেই।

(জাস্ট নিউজ/এমআই/১২০৯ঘ.)