বাংলাদেশের নির্বাচনে আর কোনো সহিংসতা না করতে যুক্তরাজ্যের আহ্বান

বাংলাদেশের নির্বাচনে আর কোনো সহিংসতা না করতে যুক্তরাজ্যের আহ্বান

ঢাকা, ২২ ডিসেম্বর (জাস্ট নিউজ) : আগামী ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশে সংঘটিত সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। সেই সঙ্গে দেশটি একটি গণতান্ত্রিক নির্বাচনের ওপর জোর দিয়েছে।

যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড এক বিবৃতিতে বলেন, ‘আমরা বাংলাদেশের সবাইকে আরো সহিংসতা ঘটানো থেকে বিরত থাকার আহ্বান জানাই।’

সেই সঙ্গে মার্ক ফিল্ড সবাইকে একটি গণতান্ত্রিক নির্বাচন এবং বাংলাদেশিদের একটি যথাযথভাবে প্রতিনিধিত্বমূলক সংসদ দেওয়ার আহ্বান জানান, যা দেশকে অধিকতর অর্থনৈতিক সমৃদ্ধির পথে নিয়ে যাবে।

মার্ক ফিল্ড উদ্বেগ প্রকাশ করেন যে বাংলাদেশের কিছু সুশীল সমাজ সংগঠনকে নির্বাচন পর্যবেক্ষণ থেকে ‘নিবৃত্ত’ রাখা হচ্ছে।

টুইটারে দেওয়া বিবৃতিতে মার্ক ফিল্ড বলেন, ‘নির্বাচনের জন্য একটি অবাধ ও স্বচ্ছ প্রক্রিয়া অবলম্বনে সাহায্য করার ক্ষেত্রে স্বাধীন স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই বিবৃতি শেয়ার করেছে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২০৩৬ঘ.)