ঘন কুয়াশায় শিমুলিয়ায় ফেরি বন্ধ

ঘন কুয়াশায় শিমুলিয়ায় ফেরি বন্ধ

ঢাকা, ১১ জানুয়ারি (জাস্ট নিউজ) : ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথের ফেরি চলাচল। যাত্রী ও পণ্যবাহী প্রায় ৬০টি যানবাহন নিয়ে মাঝ পদ্মায় নোঙর করা আছে চারটি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, গতকাল বুধবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা তীব্র হতে থাকলে ফেরি চলাচলে মারাত্মক সমস্যা হয়। ফলে কোনোরকমের ঝুঁকি এড়াতে রাত আড়াইটা থেকে এই পথের ফেরি বন্ধ করে দিতে হয়েছে।

যানবাহনসহ এ সময় দুটি রো রো, একটি কে-টাইপ ও একটি টানা ফেরি মাঝ নদীতে নোঙর করা হয়। দীর্ঘ সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় এ পথের যাত্রীরা ভোগান্তিতে পরেছেন।

পারের অপেক্ষায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে রয়েছে ছোট-বড় প্রায় তিনশ গাড়ি। তবে কুয়াশা না কাটা পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হবে না বলেও জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা।

(জাস্ট নিউজ/জেআর/১১১০ঘ.)