‘শান্তির বীজ বপন করুন-যেমন কর্ম তেমন ফল’, যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রচারণা

‘শান্তির বীজ বপন করুন-যেমন কর্ম তেমন ফল’, যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রচারণা

ঢাকা, ২৭ ডিসেম্বর (জাস্ট নিউজ) : রবিবারের (৩০ ডিসেম্বর) জাতীয় নির্বাচনে সহিংসতা পরিহারের জন্য অনলাইনে প্রচারণা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে এ বিষয়ে একাধিক পোস্ট দেওয়া হয়েছে।

বুধবার দূতাবাসের ফেসবুক পেজ থেকে ‘যুক্তরাষ্ট্রের দূতাবাস শান্তিপূর্ণ নির্বাচন সমর্থন করে’ শিরোনামে ‘শান্তির বীজ বপন করুন। যেমন কর্ম তেমন ফল’ লেখা পোস্টার প্রকাশ করা হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পেজে রাষ্ট্রদূত আর্ল মিলারের একটি বক্তব্য পোস্ট করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একটি অনুষ্ঠানে শান্তিপূর্ণ নির্বাচনের প্রসঙ্গে তিনি যে কথাগুলেঅ বলেছিলেন সেই বক্তব্যই তুলে ধরা হয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘আমরা আশা করি, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন হবে।’

(জাস্ট নিউজ/এমআই/০৯২১ঘ.)