পোলিং এজেন্টদের স্লিপ দিতে পারেননি আব্বাস দম্পতি

পোলিং এজেন্টদের স্লিপ দিতে পারেননি আব্বাস দম্পতি

ঢাকা, ২৭ ডিসেম্বর (জাস্ট নিউজ) : বাংলাদেশটা একটা আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে আমরা পেলাম স্বৈরাচার শাসক ও রাজতন্ত্র।

বৃহস্পতিবার বিকালে নিজস্ব বাসভবন শাহজাহানপুরে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, আমাকে ও আমার স্ত্রীকে (ঢাকা ৮ এবং ৯ আসন) পোলিং এজেন্টদের স্লিপ দিতে দেওয়া হয়নি।

তিনি বলেন, আমার স্ত্রীর ওপর পরপর চারবার আক্রমণ হয়েছে, ভাগ্যক্রমে বেঁচে গেছেন। ঢাকা ৮ ও ৯ আসনে তার দলের ও নেতাকর্মীদের খুবই দুর্বিষহ অবস্থা।

তার এলাকাবাসী তো দূরের কথা নিজ আত্মীয়স্বজনের কাছে ভোট চাইতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, আমিসহ আমার স্ত্রী আফরোজা আব্বাসকে সুষ্ঠুভাবে নির্বাচনী ক্যাম্প করতে দেয়া হয়নি। চেষ্টা করা হলেও ভণ্ডুল করে দেয়া হয়। মির্জা আব্বাস আরও বলেন, তফসিল ঘোষণার পর থেকে ৮০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এমনকি বাসার সামনে থেকেও সাধারণ ছেলেদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। যা তার এলাকার জন্য খুবই উদ্বেগজনক। তার বাসার চারদিকে সাদা পোশাকে কারা ঘুরাঘুরি করে তা জানা নেই।

মূলত নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখার জন্য এত ক্যু আয়োজন, যোগ করেন তিনি। তিনি দলমত বিভেদ ভুলে জনগণকে তার সঠিক সিদ্ধান্ত নিয়ে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি আহ্বান জানান।

(জাস্ট নিউজ/একে/২০৪০ঘ.)