রাজধানীতে সেনাবাহিনীর তল্লাশি অভিযান

রাজধানীতে সেনাবাহিনীর তল্লাশি অভিযান

ঢাকা, ২৮ ডিসেম্বর (জাস্ট নিউজ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে বসেছে সেনাবাহিনীর চেকপোস্ট।

শুক্রবার সকাল ১০টা থেকে রাজধানীর বাংলামোটরে সেনাবাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সেনাবাহিনীর এক প্ল্যাটন (৩৫ জন) সদস্য সকাল থেকে বাংলামোটরে অবস্থান নিয়েছে। এ সময় ফার্মগেট টু শাহবাগ রোডের প্রতিটি গাড়ির লাইসেন্স চেক করছে। পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন।

সেনাবাহিনী থেকে এটিকে নির্বাচন পূর্ববর্তী নিরাপত্তা সংক্রান্ত সাধারণ তল্লাশি ও চেকপোস্ট বলা হচ্ছে।

(জাস্ট নিউজ/এমআই/১২১২ঘ.)