ভোট কেন্দ্র করে গণধর্ষণের তদন্ত করবে মানবাধিকার কমিশন

ভোট কেন্দ্র করে গণধর্ষণের তদন্ত করবে মানবাধিকার কমিশন

নোয়াখালীতে ভোট প্রদানকে কেন্দ্র করে এক নারীর গণধর্ষণের শিকার হওয়ার ঘটনা তদন্ত করার কথা জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে কার্যালয়ের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে একথা জানান কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

সংবাদ সম্মেলনে নির্বাচন কেন্দ্রিক মানবাধিকার সংরক্ষণ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

ভোট দেওয়াকে কেন্দ্র করে নারীকে গণধর্ষণের বিষয়ে রিয়াজুল হক বলেন, ‌বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে তারা শুনেছেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে কমিশন কথা বলে এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করবেন বলে জানান তিনি।

জাতীয় মানবাধিকার কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সারা দেশ থেকে ৫২টি অভিযোগ পেয়েছে। এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের সচিবকে বলা হয়েছে বলেও জানান রিয়াজুল হক।

এমআই